ড. ইউসুফ আল কারযাভী

ড. ইউসুফ আল কারযাভী

ড. ইউসুফ আল কারযাভী ইলমি অঙ্গনে বর্তমান বিশ্বের সবচেয়ে পরিচিত নাম। কুরআন-হাদিসের অগাধ পাণ্ডিত্য, ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি, ইজতিহাদি প্রজ্ঞা, অসাধারণ লেখনীশক্তি, বক্তব্যের বলিষ্ঠ উপস্থাপনা, বিষয় নির্বাচনে দক্ষতা প্রভৃতিতে তিনি তাঁর সামসময়িক ও নিকট অতীতের বিদ্বানদের ছাড়িয়ে গেছেন।

ইউসুফ আবদুল্লাহ আল কারযাভীর জন্ম ১৯২৬ সালে, মিশরে। পড়াশোনা করেছেন আল-আযহার বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে কাতারে বসবাস করছেন। পেশাগত জীবনের বড়ো অংশ কাটিয়েছেন কাতার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায়।

ড. কারযাভীর বিশ্বব্যাপী পরিচিতির অন্যতম কারণ তাঁর লেখনী। তিনি লিখেছেন শতাধিক বই। গবেষণা ও লেখনীতে পুনরাবৃত্তির চেয়ে তিনি প্রাধান্য দিয়েছেন সমসাময়িক সমস্যার সমাধানে। কখনও-বা পুরোনো বিষয়কে হাজির করেছেন নতুন বিন্যাসে ও আঙ্গিকে। জীবনঘনিষ্ঠ বিষয়াদিতে গভীরতর আলোচনা ও ভারসাম্যপূর্ণ উপসংহারে পৌঁছতে তাঁর জুড়ি মেলা ভার। উসতায কারযাভীর বইগুলো অনুবাদ হয়েছে পৃথিবীর জনবহুল সব ভাষায়।

Books By ড. ইউসুফ আল কারযাভী