এনামুল হক ইবনে ইউসুফ

এনামুল হক ইবনে ইউসুফ

ইসলামি অঙ্গনের সমকালীন তরুণ লেখকদের মধ্যে এনামুল হক ইবনে ইউসুফ এক পাঠকপ্রিয় নাম। সৃজনশীল প্রতিভাধর এ লেখক মে মাসের ২৮ তারিখ বরিশালের একটি প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকে তিনি ছিলেন অন্তর্মুখী, কল্পনাবিলাসী এবং কোমল প্রকৃতির। যা তার লেখনীতে বেশ চমৎকারভাবেই ফুটে ওঠে।

‘বন্দি পাখিদের শহরে’ নামক ম্যাগাজিনে লেখকের প্রথম লেখা প্রকাশিত হয়। ভ্রান্তির বেড়াজাল ডিঙিয়ে দিকভ্রান্ত মুসলিম উম্মাহর হৃদয়ে দ্বীনের আলো ছড়িয়ে দিতে “রিফলেকশন : বিবেকের দর্পণে হিদায়াতের প্রতিফলন” নামক উপন্যাসের মধ্য দিয়েই লেখকের উপন্যাসে হাতেখড়ি। লেখালেখিকে পেশা হিসেবে না নিলেও তার স্বপ্ন একদিন ঠিক আকাশ ছোঁবে।

Books By এনামুল হক ইবনে ইউসুফ